তিব্বতে তুষারঝড়ে আটকা সহস্রাধিক পর্যটক
নেপালে ভূমিধসে নিহত ৪৭
- সর্বশেষ আপডেট ০৭:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 228
একজন নারী রেইনকোট পরে ঢল অতিক্রম করছে, যখন ভারী বর্ষণের পর কাতমান্ডুর বাগমতী নদীর তীরে সড়ক পানিতে তলিয়ে গেছে, ৪ অক্টোবর ২০২৫। ছবি: রয়টার্স
তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকাল থেকে স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মীরা বরফ সরিয়ে পথ খোলার চেষ্টা চালাচ্ছেন।
জিমু নিউজ জানিয়েছে, ঘটনাস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত। শুক্রবার সন্ধ্যা থেকে টানা শনিবার পর্যন্ত তুষারপাত চলতে থাকে। এর ফলে সড়কপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি জানিয়েছে, শনিবার রাত থেকেই এভারেস্ট দর্শন এলাকা ভ্রমণকারীদের প্রবেশ ও টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে।

তবে ইতিমধ্যেই কিছু পর্যটককে নিরাপদ স্থানে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে শত শত গ্রামবাসী অংশ নিয়েছেন।
এভারেস্টের অপর পাশে, নেপালে ভারী বর্ষণে ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির পুলিশ জানায়, শুক্রবার থেকে এখন পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় আলাদা আলাদা ভূমিধসে ৩৫ জন প্রাণ হারান।
এছাড়া বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন ৯ জন। বজ্রপাতে মারা গেছেন আরও ৩ জন। প্রবল বর্ষণে দেশটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং একাধিক সেতু ভেঙে গেছে।
তিব্বতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং নেপাল সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে। তবে পাহাড়ি অঞ্চলে চলমান প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।































