নেত্রকোণায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন
- সর্বশেষ আপডেট ০৫:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 67
নেত্রকোণায় বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক প্রতীকী অনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর মূল দাবি ছিল বৈষম্যহীন ৯ম পে-স্কেল ও ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নির্ধারণ করা এবং অর্থবছরের জানুয়ারী থেকে ৯ম পে-স্কেল কার্যকর করার জন্য গেজেট প্রকাশ।
এ কর্মসূচী জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার জেলা প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত পালন করা হয়। জেলা ও উপজেলার সরকারি কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।
কর্মসূচীর সময় বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, মদন উপজেলা শাখার সমন্বয়ক হাবিবুর রহমান, দূগারপুর উপজেলা শাখার সমন্বয়ক মোঃ আব্দুল লতিফ প্রমুখ। তারা প্রধান উপদেষ্টার নিকট তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে সতর্ক করেন।



































