নেত্রকোণায় বিজয় রাইডে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনার বার্তা
- সর্বশেষ আপডেট ০১:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 174
নেত্রকোণায় মহান বিজয় দিবস উপলক্ষে ১২০টি সাইকেল নিয়ে “বিজয় রাইড” অনুষ্ঠিত হয়েছে। এই রাইডের মাধ্যমে স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম চর্চা, শহর পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির বার্তা দেয়া হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুর্ঘটনাহীনভাবে আয়োজনটি সম্পন্ন হয়। দুরন্ত বাইসাইকেল, ক্লিন আপ নেত্রকোণা এবং রাউন্ডটেবিল বাংলাদেশ যৌথভাবে এই বিজয় রাইডের আয়োজন করেন। রাইডে টিম নেত্রকোণা, স্টান রাইডার্স এবং নেত্রকোণা সাইক্লিংয়ের সদস্যরাও অংশগ্রহণ করেন।
দুপুরে শহরের মোক্তারপাড়া মাঠে বিজয় রাইডের র্যালি উদ্বোধন করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। এরপর র্যালিটি শহরের ছোটবাজার, সাতপাই, নাগড়া, বড়বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।
রাউন্ডটেবিল বাংলাদেশের জেলা সমন্বয়কারী এজাজ মাহমুদ রনি বলেন, “সাইকেলে চড়া পরিবেশের জন্য উপকারী যেমন, স্বাস্থ্যের জন্যও তা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া র্যালির মাধ্যমে আমরা নেত্রকোণা শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তাও জনগণের কাছে পৌঁছে দিয়েছি।”



































