নেত্রকোণায় ট্র্যাজেডি দিবস স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন
- সর্বশেষ আপডেট ০২:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 84
নেত্রকোণায় ২০০৫ সালের ৮ ডিসেম্বরের ভয়াবহ বোমা হামলায় নিহত আটজনকে স্মরণ করে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ট্র্যাজেডি দিবস পালন করা হয়েছে। জেলা উদীচীসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো দিনটি উপলক্ষে শহরে শোক ও প্রতিবাদের পরিবেশ তৈরি করে।
সকালে অজহর রোডে জেলা উদীচী কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে কালো ব্যাজ ধারণ, এক মিনিট নীরবতা পালন, শহীদদের কবর জিয়ারত ও নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
বিকেলে শহীদ মিনার চত্বরে সন্ত্রাস ও মৌলবাদবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।
২০০৫ সালের ওই দিন জেএমবি-র পরিচালিত আত্মঘাতী হামলায় উদীচীর শিল্পীসহ আটজন প্রাণ হারান এবং কমপক্ষে ৫০ জন আহত হন। এ ঘটনার মামলায় জেএমবির শীর্ষ সাত সদস্যের ফাঁসি এবং বাংলা ভাইয়ের স্ত্রীর যাবজ্জীবন দণ্ডের রায় দেওয়া হয়।



































