নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে ২ শ্রমিক নিহত
- সর্বশেষ আপডেট ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 27
নেত্রকোণা সদরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন অটো রাইচমিলের দুই শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার চল্লিশা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। তারা চল্লিশা জীবন কুমার সাহা’র “তমাল তম্ময়” অটো রাইচমিলের শ্রমিক হিসেবে কাজ করতো।
নিহতরা হলেন- রাসেল ইসলাম (২৫) ঝিনাইগাতী জেলার শেরপুর উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমান ছেলে, অপরজন আকাশ রায় (২৪) দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, তারা অটো রাইচমিলে গত এক বছর ধরে কাজ করে আসছেন। আজকে বিকালে কাজ না থাকায় রেল লাইনের পাশে খোলা জায়গায় ঘুরতে যাই। পরে সন্ধায় ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে।
সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ শ্রদ্ধানন্দ নাথ বলেন, আকাশ ও রাসেল নামে দুইজনকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সাথে আসা লোকজনের তথ্য মতে ট্রেনের ধাক্কায় মারা গেছে।
মৃত্যুর বিষয়টি নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল মামুন সরকার নিশ্চিত করেছেন।


































