ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা (ময়মনসিংহ)
  • সর্বশেষ আপডেট ১১:২৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 36

নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী চলে এ সমাবেশ। এতে নির্বাচনী আচরণ বিধি ও এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও মাওলানা বদরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য ও নেত্রকোনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগীসহ জামায়াতের জেলা কর্মপরিষদের নেতৃবৃন্দ।

এছাড়াও অংশগ্রহণ করেন জামায়াতের নির্বাচনী এজেন্টের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মনজুরুল ইসলাম ভূঁইয়া বলেন,‌ ‌‘আল্লাহর ফয়সালা খুবই নিকটে। আমরা সারাদিন মানুষের ঘরে ঘরে ভোটের জন্য যাবো, রাত আমাদের নির্ঘুম কাটিয়ে শেষ রাতে মহান রবের দরবারে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য সিজদা অবনত মস্তকে দোয়া করবো।১২ ফেব্রুয়ারী পর্যন্ত আমাদের এ পথ চলা অবিরাম চলবে। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা ও ময়দানে একজন সৈনিকের ভূমিকা রাখার জন্যও সকলকে অনুরোধ করেন।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোণায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

সর্বশেষ আপডেট ১১:২৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী চলে এ সমাবেশ। এতে নির্বাচনী আচরণ বিধি ও এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও মাওলানা বদরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য ও নেত্রকোনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগীসহ জামায়াতের জেলা কর্মপরিষদের নেতৃবৃন্দ।

এছাড়াও অংশগ্রহণ করেন জামায়াতের নির্বাচনী এজেন্টের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মনজুরুল ইসলাম ভূঁইয়া বলেন,‌ ‌‘আল্লাহর ফয়সালা খুবই নিকটে। আমরা সারাদিন মানুষের ঘরে ঘরে ভোটের জন্য যাবো, রাত আমাদের নির্ঘুম কাটিয়ে শেষ রাতে মহান রবের দরবারে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য সিজদা অবনত মস্তকে দোয়া করবো।১২ ফেব্রুয়ারী পর্যন্ত আমাদের এ পথ চলা অবিরাম চলবে। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা ও ময়দানে একজন সৈনিকের ভূমিকা রাখার জন্যও সকলকে অনুরোধ করেন।’