ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় জমি বিরোধে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 91

নেত্রকোণায় জমি বিরোধে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের জঙ্গল বড়ওয়ারী গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় ২২ বছর বয়সী মর্জিনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার স্বামী হৃদয় মিয়া ঘটনাটি বিস্তারিত উল্লেখ করে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হৃদয় মিয়ার দাবি, আদালতে চলমান জমি বিরোধের জের ধরে নাজিম উদ্দিনসহ ছয়জন স্কেভেটর নিয়ে তাদের দখলীয় জমিতে প্রবেশ করেন। স্ত্রী ও শাশুড়ি বাধা দিলে তাদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালানো হয়। হৃদয় মিয়া ঘটনাটি মোবাইলে ধারণ করতে গেলে তাকেও মারধর করা হয়। পরে দুর্বৃত্তরা তাদের ঘরে ঢুকে মর্জিনার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। এতে তার হাত, পিঠ, কোমর ও শরীরের নিচের অংশ গুরুতরভাবে দগ্ধ হয়। স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং যাওয়ার আগে মৃত্যুর হুমকি দেয়।

হাসপাতালের বিছানা থেকে মর্জিনা জানান, তার মায়ের জমি দখলের চেষ্টা চলছিল কিছুদিন ধরে। প্রতিবাদ করলে নাজিম উদ্দিন, বাবর, নাজমুল, তুলা মিয়া ও ইউসুফ নামের কয়েকজন তাকে লক্ষ্য করে হামলা চালায়। তার ভাষ্য অনুযায়ী, বাবর পেছন থেকে আগুন ধরিয়ে দিলে অন্যরা তাকে আটকে রাখে। দরজা বন্ধ করে রেখে পালিয়ে গেলেও তিনি কোনোরকমে দরজা খুলে বাইরে বের হতে সক্ষম হন। তিনি ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানান।

মর্জিনার মা সাফিয়া বেগম বলেন, জমির বৈধ কাগজপত্র তার কাছে থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোর করে জমি দখলের চেষ্টা করছিল। বাধা দিলে তাকে টেনে-হিঁচড়ে মারধর করা হয়, এমনকি কোমর ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, পরিকল্পিতভাবেই তার মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করতে চাওয়া হয়েছে।

স্থানীয় ফজলুল বারী কাজল বলেন, ছোটবেলা থেকেই মর্জিনাকে নিজের সন্তানের মতো করে লালন করেছেন তিনি। পরে বয়স হলে তার বিয়ে দেন। এখন মর্জিনা স্বামীর সঙ্গে বাবার বাড়িতে থাকেন এবং ছোট একটি সন্তান রয়েছে। আর্থিকভাবে দুর্বল পরিবার হওয়ায় তাদের সহায়তা করতেন তিনিই। তার বক্তব্য, সম্প্রতি জমি দখলকে কেন্দ্র করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মর্জিনার পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। কাগজ দেখাতে বললে সংঘর্ষ বাধে এবং হামলাকারীরা মর্জিনাকে আগুন ধরিয়ে দেয়। তার প্রায় ৪০ শতাংশ দেহ দগ্ধ হয়েছে এবং তিনি জীবনসংকটের মধ্যে আছেন বলে জানান তিনি। পাশাপাশি ছোট শিশুটিকেও দেখাশোনার মতো কেউ নেই বলেও উদ্বেগ প্রকাশ করেন।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা একজনকে গ্রেপ্তার করেছেন। তিনি বলেন, আইনের বাইরে কেউ নয়—সব অভিযুক্তকে দ্রুতই আটক করে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোণায় জমি বিরোধে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সর্বশেষ আপডেট ০৪:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের জঙ্গল বড়ওয়ারী গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় ২২ বছর বয়সী মর্জিনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার স্বামী হৃদয় মিয়া ঘটনাটি বিস্তারিত উল্লেখ করে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হৃদয় মিয়ার দাবি, আদালতে চলমান জমি বিরোধের জের ধরে নাজিম উদ্দিনসহ ছয়জন স্কেভেটর নিয়ে তাদের দখলীয় জমিতে প্রবেশ করেন। স্ত্রী ও শাশুড়ি বাধা দিলে তাদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালানো হয়। হৃদয় মিয়া ঘটনাটি মোবাইলে ধারণ করতে গেলে তাকেও মারধর করা হয়। পরে দুর্বৃত্তরা তাদের ঘরে ঢুকে মর্জিনার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। এতে তার হাত, পিঠ, কোমর ও শরীরের নিচের অংশ গুরুতরভাবে দগ্ধ হয়। স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং যাওয়ার আগে মৃত্যুর হুমকি দেয়।

হাসপাতালের বিছানা থেকে মর্জিনা জানান, তার মায়ের জমি দখলের চেষ্টা চলছিল কিছুদিন ধরে। প্রতিবাদ করলে নাজিম উদ্দিন, বাবর, নাজমুল, তুলা মিয়া ও ইউসুফ নামের কয়েকজন তাকে লক্ষ্য করে হামলা চালায়। তার ভাষ্য অনুযায়ী, বাবর পেছন থেকে আগুন ধরিয়ে দিলে অন্যরা তাকে আটকে রাখে। দরজা বন্ধ করে রেখে পালিয়ে গেলেও তিনি কোনোরকমে দরজা খুলে বাইরে বের হতে সক্ষম হন। তিনি ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানান।

মর্জিনার মা সাফিয়া বেগম বলেন, জমির বৈধ কাগজপত্র তার কাছে থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোর করে জমি দখলের চেষ্টা করছিল। বাধা দিলে তাকে টেনে-হিঁচড়ে মারধর করা হয়, এমনকি কোমর ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, পরিকল্পিতভাবেই তার মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করতে চাওয়া হয়েছে।

স্থানীয় ফজলুল বারী কাজল বলেন, ছোটবেলা থেকেই মর্জিনাকে নিজের সন্তানের মতো করে লালন করেছেন তিনি। পরে বয়স হলে তার বিয়ে দেন। এখন মর্জিনা স্বামীর সঙ্গে বাবার বাড়িতে থাকেন এবং ছোট একটি সন্তান রয়েছে। আর্থিকভাবে দুর্বল পরিবার হওয়ায় তাদের সহায়তা করতেন তিনিই। তার বক্তব্য, সম্প্রতি জমি দখলকে কেন্দ্র করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মর্জিনার পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। কাগজ দেখাতে বললে সংঘর্ষ বাধে এবং হামলাকারীরা মর্জিনাকে আগুন ধরিয়ে দেয়। তার প্রায় ৪০ শতাংশ দেহ দগ্ধ হয়েছে এবং তিনি জীবনসংকটের মধ্যে আছেন বলে জানান তিনি। পাশাপাশি ছোট শিশুটিকেও দেখাশোনার মতো কেউ নেই বলেও উদ্বেগ প্রকাশ করেন।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা একজনকে গ্রেপ্তার করেছেন। তিনি বলেন, আইনের বাইরে কেউ নয়—সব অভিযুক্তকে দ্রুতই আটক করে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হবে।