নেত্রকোণায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- সর্বশেষ আপডেট ০৬:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 76
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নেত্রকোণায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলা শহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করে নেত্রকোনা পৌরসভার নাগরিক সমাজ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির পরিচিত নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।
দোয়া মাহফিল পরিচালনা ও সঞ্চালনা করেন রনি খান নিজেই। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারুল হক। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানও।
পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র থেকে উত্তরণের দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কাশেম।


































