শিরোনাম
নেত্রকোণায় ইমাম-খতিব ও উলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
- সর্বশেষ আপডেট ০২:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 77
নেত্রকোণায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হকের উদ্যোগে স্থানীয় ইমাম-খতিব ও উলামা মাশায়েখদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পাবলিক হলে আয়োজিত এ সভায় শহর ও সদরের বিভিন্ন মসজিদের ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় ডা. আনোয়ারুল হক বলেন, সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, তাদের মতামত ও পরামর্শ তার রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও কার্যকর করতে সহায়তা করবে। জনকল্যাণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাকে তিনি নিজের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
মতবিনিময় শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।






































