নেতাদের উপস্থিতিতে সাংবাদিকের ওপর জামায়াত সমর্থকদের হামলা
- সর্বশেষ আপডেট ১০:৪৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 130
সাতক্ষীরার তালা উপজেলায় দুই সাংবাদিকের ওপর জামায়াত সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এই হামলার ঘটনা ঘটে। এর আগে, দুপুরে রহিমাবাদ গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুপুরে রহিমাবাদ গ্রামের আবতার মোড়লের স্ত্রী রমেছা বেগম আহত হয়ে তালা হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যায় ওই ঘটনার খবর সংগ্রহ করতে হাসপাতালে যান স্থানীয় সাংবাদিক খাঁন নাজমুল ইসলাম। সেখানে পৌঁছানো মাত্রই তালা সদর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মশিয়ার রহমান এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর নেতৃত্বে ২০-৩০ জন কর্মী-সমর্থক অতর্কিতে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহত সাংবাদিক নাজমুল ইসলাম বলেন, “সহকর্মীর মাকে দেখতে ও তথ্য নিতে হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু জামায়াতের নেতাকর্মীরা কোনো কারণ ছাড়াই আমার ওপর চড়াও হয়। তারা মারধর করে ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।”
অন্যদিকে, হামলার শিকার আরেক সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাজু বলেন, “দুপুরে গ্রামের একটি রাস্তা সংস্কার নিয়ে বৈঠকে গেলে জামায়াত সমর্থক সাত্তার মোড়ল ও আনিছ মোড়ল বাধা দেয়। প্রতিবাদ করায় তারা আমার বাবা-মাকে পিটিয়ে আহত করে।”
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক সাংবাদিক জানাচ্ছেন তারা সংবাদ সংগ্রহে এসেছেন, আর পাশেই জামায়াত নেতা তাকে চুপ থাকতে বলছেন।
তবে যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা ছিল পারিবারিক বিরোধ। আমরা মীমাংসার জন্য গিয়েছিলাম। সাংবাদিকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল, কিন্তু মারধরের কিছু হয়নি।”
জামায়াত নেতা অ্যাডভোকেট মশিয়ার রহমানও বলেন, “আমি নাজমুলকে বলেছিলাম এটা পারিবারিক বিষয়, ভিডিও করে প্রচার করার দরকার নেই। তখন সামান্য ধস্তাধস্তি হয়েছে, কিন্তু ইচ্ছাকৃত হামলা হয়নি।”
তালা থানার ওসি মো. মাঈনুদ্দীন বলেন, “দুপুরে মারামারির একটি ঘটনা ঘটেছিল, তার জেরে সন্ধ্যায় আবারও সংঘর্ষ হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সাংবাদিক সমাজ এই ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।


































