ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারের স্বাক্ষর করা বল চুরিতে ভক্তের ১৭ বছরের জেল

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 163

নেইমারের স্বাক্ষর করা বল চুরিতে ভক্তের ১৭ বছরের জেল

নেইমারের স্বাক্ষর করা স্মারক ফুটবল চুরির ঘটনায় ব্রাজিলের এক নাগরিককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ৩৪ বছর বয়সী নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র, যিনি একজন ট্রাভেল এজেন্সি ম্যানেজার।

২০১২ সালের ১০ এপ্রিল ব্রাজিলের সংসদ সদস্য মার্কো মাইয়াকে নেইমার তার ক্লাব সান্তোসের শতবর্ষ উপলক্ষে স্বাক্ষর করা একটি বল উপহার দেন। এটি পরে ব্রাজিলের জাতীয় কংগ্রেস ভবনের জাদুঘরে সংরক্ষিত ছিল। কিন্তু ২০২৩ সালের ৮ জানুয়ারি, নির্বাচনী সহিংসতার সময় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের হামলার মধ্যে বলটি চুরি হয়।

চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া নেলসন রিবেইরো দাবি করেন, বলটি তিনি মেঝেতে পড়ে থাকতে দেখেন। তবে আদালত তার যুক্তি গ্রহণ করেনি। চুরির ২০ দিন পর সোরোকাবা এলাকায় এক বলসোনারো সমর্থকের কাছ থেকে বলটি উদ্ধার করে পুলিশ। পরে নেলসনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট নেলসনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ চুরি, দাঙ্গা, ও অন্যান্য অপরাধে মোট ১৭ বছরের সাজা ঘোষণা করে। এর মধ্যে ১৫ বছর ৬ মাস জেল ও ১ বছর ৬ মাস ডিটেনশন অন্তর্ভুক্ত। পাশাপাশি তাকে ১৩০ দিনের আর্থিক জরিমানাও করা হয়েছে, যার প্রতিদিনের পরিমাণ তার মজুরির এক-তৃতীয়াংশ হিসেবে ধরা হয়েছে। সবমিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৬ হাজার ব্রাজিলিয়ান রিয়াল।

নেইমারের স্বাক্ষর করা বল চুরিতে ভক্তের ১৭ বছরের জেল
নেইমারের স্বাক্ষর করা বল চুরিতে ভক্তের ১৭ বছরের জেল

উল্লেখ্য, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারোর পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে সহিংসতায় মেতে ওঠেন তার সমর্থকরা। ২০২৩ সালের ৮ জানুয়ারি কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টে একযোগে হামলা চালান তারা। ঘটনায় ৫০০ জনেরও বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয় এবং ক্ষয়ক্ষতির জন্য ৩০ মিলিয়ন রিয়াল ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেন বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস।

তবে নেলসনের শাস্তির পরিমাণ নিয়ে দেশটির কিছু মন্ত্রী আপত্তি জানিয়েছেন। তাদের কেউ কেউ ১৫ বছর কারাদণ্ডের সুপারিশ করেছেন, আবার কেউ কেউ সম্পদ ক্ষতিসাধনের অভিযোগ থেকে তাকে অব্যাহতির পক্ষে মত দিয়েছেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেইমারের স্বাক্ষর করা বল চুরিতে ভক্তের ১৭ বছরের জেল

সর্বশেষ আপডেট ০২:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নেইমারের স্বাক্ষর করা স্মারক ফুটবল চুরির ঘটনায় ব্রাজিলের এক নাগরিককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ৩৪ বছর বয়সী নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র, যিনি একজন ট্রাভেল এজেন্সি ম্যানেজার।

২০১২ সালের ১০ এপ্রিল ব্রাজিলের সংসদ সদস্য মার্কো মাইয়াকে নেইমার তার ক্লাব সান্তোসের শতবর্ষ উপলক্ষে স্বাক্ষর করা একটি বল উপহার দেন। এটি পরে ব্রাজিলের জাতীয় কংগ্রেস ভবনের জাদুঘরে সংরক্ষিত ছিল। কিন্তু ২০২৩ সালের ৮ জানুয়ারি, নির্বাচনী সহিংসতার সময় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের হামলার মধ্যে বলটি চুরি হয়।

চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া নেলসন রিবেইরো দাবি করেন, বলটি তিনি মেঝেতে পড়ে থাকতে দেখেন। তবে আদালত তার যুক্তি গ্রহণ করেনি। চুরির ২০ দিন পর সোরোকাবা এলাকায় এক বলসোনারো সমর্থকের কাছ থেকে বলটি উদ্ধার করে পুলিশ। পরে নেলসনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট নেলসনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ চুরি, দাঙ্গা, ও অন্যান্য অপরাধে মোট ১৭ বছরের সাজা ঘোষণা করে। এর মধ্যে ১৫ বছর ৬ মাস জেল ও ১ বছর ৬ মাস ডিটেনশন অন্তর্ভুক্ত। পাশাপাশি তাকে ১৩০ দিনের আর্থিক জরিমানাও করা হয়েছে, যার প্রতিদিনের পরিমাণ তার মজুরির এক-তৃতীয়াংশ হিসেবে ধরা হয়েছে। সবমিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৬ হাজার ব্রাজিলিয়ান রিয়াল।

নেইমারের স্বাক্ষর করা বল চুরিতে ভক্তের ১৭ বছরের জেল
নেইমারের স্বাক্ষর করা বল চুরিতে ভক্তের ১৭ বছরের জেল

উল্লেখ্য, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারোর পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে সহিংসতায় মেতে ওঠেন তার সমর্থকরা। ২০২৩ সালের ৮ জানুয়ারি কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টে একযোগে হামলা চালান তারা। ঘটনায় ৫০০ জনেরও বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয় এবং ক্ষয়ক্ষতির জন্য ৩০ মিলিয়ন রিয়াল ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেন বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস।

তবে নেলসনের শাস্তির পরিমাণ নিয়ে দেশটির কিছু মন্ত্রী আপত্তি জানিয়েছেন। তাদের কেউ কেউ ১৫ বছর কারাদণ্ডের সুপারিশ করেছেন, আবার কেউ কেউ সম্পদ ক্ষতিসাধনের অভিযোগ থেকে তাকে অব্যাহতির পক্ষে মত দিয়েছেন।