নেইমারের গ্যারেজে ব্যাটমোবিল, চালানো যাবে না
- সর্বশেষ আপডেট ১২:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 214
কমিকসপ্রেমী হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এবার নিজের গ্যারেজে যুক্ত করলেন ব্যাটম্যানের টাম্বলার রেপ্লিকা। ক্রিশ্চিয়ান বেল অভিনীত ব্যাটম্যান ট্রিলজিতে ব্যবহৃত এই ব্যাটমোবিল যেমন দেখতে চোখধাঁধানো, তেমনি এতে রয়েছে ভি-৮ ইঞ্জিন, যা উৎপাদন করে ৫০০ হর্সপাওয়ার শক্তি।
তবে দুঃখের বিষয় হলো—এই গাড়িটি আইনত পাবলিক রোডে চালানো যাবে না, কারণ এটি রোড-লিগ্যাল নয়। ফলে নেইমার চাইলেও এটি নিয়ে রাস্তায় নামতে পারবেন না।
এই ব্যাটমোবিল যুক্ত হলো নেইমারের বিলাসবহুল গাড়ির বিশাল সংগ্রহে। এর আগে তিনি চালিয়েছেন অডি আর-৮ স্পাইডার ভি-১০, ফেরারি পিউরোস্যাঙ্গে, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স এবং ল্যাম্বোরগিনি হুরাকান-এর মতো দৃষ্টিনন্দন গাড়ি।
সৌদি প্রো লিগে খেলার সময় তিনি কিছু কাস্টমাইজড গাড়ির অর্ডারও দেন। তবে ব্যাটমোবিল কেনার মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, গাড়ির প্রতি তার আগ্রহ কতটা গভীর—এবং কল্পনার জগতকে বাস্তবে টানার চেষ্টা কতটা সাহসী!































