শিরোনাম
নীলফামারীতে বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
- সর্বশেষ আপডেট ০৭:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 93
নীলফামারীতে স্বাধীনতার মহান বিজয় দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় নাগরিক পার্টি, নীলফামারী প্রেসক্লাব, সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতর, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হয়েছে। এ সব আয়োজন বিজয় দিবসকে আরও মর্যাদাপূর্ণ ও স্মরণীয় করে তুলেছে।































