নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 83
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, মহাসড়কে হঠাৎ মিছিল করে জননিরাপত্তা বিঘ্নিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়। এতে জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অন্তত ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, শনিবার সকালে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে একটি ঝটিকা মিছিল বের হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান শুরু করে।
































