ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আবদুল্লাহ মুহাম্মদ তাহের

নির্বাচন সুষ্ঠু না হলে বাতিল চায় জামায়াত

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 89

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, যদি ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে তা বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাবে তার দল। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এই দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমরা বলেছি, মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা উচিত। সেখানে সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেবে, রাজনৈতিক দলগুলো আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে এবং তা টেলিভিশনে প্রচার করা হবে। এরপরও যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তবে প্রধান উপদেষ্টা সেটি বাতিল করে নতুন নির্বাচন দেবেন–এমন ঘোষণা জাতিকে দিতে হবে।’

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এ প্রেক্ষিতে তিনি বলেন, ‘দলগুলো আন্তরিক হলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে অবাধ নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচন হলে যারা জিতবে, তাদের গলায় মালা পরাবে জামায়াত।’

জামায়াতের এই নেতা বলেন, ‘দেশের গত ৫৪ বছরের ব্যর্থতার বড় একটি কারণ হলো সুষ্ঠু নির্বাচন না হওয়া। এবার যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়, তবে সেটিই হবে আমাদের গণতন্ত্রের পুনর্জাগরণ।’

তাহেরের ভাষায়, ‘এই অভ্যুত্থানের পর যারা দেশ চালাচ্ছেন, তারা যেন এই শ্রেণির মানুষকে অবহেলা না করেন। কারণ এই মানুষগুলোর হাত ধরেই পরিবর্তন এসেছে।’

আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের

নির্বাচন সুষ্ঠু না হলে বাতিল চায় জামায়াত

সর্বশেষ আপডেট ০৭:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, যদি ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে তা বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাবে তার দল। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এই দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমরা বলেছি, মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা উচিত। সেখানে সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেবে, রাজনৈতিক দলগুলো আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে এবং তা টেলিভিশনে প্রচার করা হবে। এরপরও যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তবে প্রধান উপদেষ্টা সেটি বাতিল করে নতুন নির্বাচন দেবেন–এমন ঘোষণা জাতিকে দিতে হবে।’

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এ প্রেক্ষিতে তিনি বলেন, ‘দলগুলো আন্তরিক হলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে অবাধ নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচন হলে যারা জিতবে, তাদের গলায় মালা পরাবে জামায়াত।’

জামায়াতের এই নেতা বলেন, ‘দেশের গত ৫৪ বছরের ব্যর্থতার বড় একটি কারণ হলো সুষ্ঠু নির্বাচন না হওয়া। এবার যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়, তবে সেটিই হবে আমাদের গণতন্ত্রের পুনর্জাগরণ।’

তাহেরের ভাষায়, ‘এই অভ্যুত্থানের পর যারা দেশ চালাচ্ছেন, তারা যেন এই শ্রেণির মানুষকে অবহেলা না করেন। কারণ এই মানুষগুলোর হাত ধরেই পরিবর্তন এসেছে।’

আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।