আলোচনা সভায় মেজর হাফিজ
নির্বাচন বানচালে গণ্ডগোলের আশঙ্কা
- সর্বশেষ আপডেট ০৬:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 144
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দেশের জাতীয় নির্বাচন বানচালের কারণে ব্যাপক গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনের আগে দেশে অনেক গণ্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা দেশকে লণ্ডভণ্ড করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য সহিংস ঘটনা ঘটাবেন। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘অগ্নি সোশ্যাল ফাউন্ডেশন’ ও ‘আমাদের নতুন বাংলাদেশ’ যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করবো। এবারের নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য। আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্মূল করার জন্য।’
তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করুন, যাতে দেশবাসী গর্ব করতে পারে। নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিরা আছেন, তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। দীর্ঘদিন ধরে জনগণ এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’
হাফিজ উদ্দিন বলেন, বিএনপি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে যুক্তিযুক্ত কারণ দেখেন না। নির্বাচন বিলম্বিত করার জন্য কিছু দল সংখ্যানুপাতিক বা প্রজাতন্ত্র পদ্ধতির কথা বলছে।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ হত্যা, গুম, খুনসহ এক বিভীষিকাময় রাজত্ব কায়েম করেছে। তাদের নেত্রী মুখে সুন্দর কথা বললেও লুটপাটের বিশ্বরেকর্ড করেছেন। সাধারণ মানুষ কখনো ভোটের বাক্সের কাছে পৌঁছায়নি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’
হাফিজ উদ্দিন বলেন, ‘বিএনপি আন্দোলন করেছে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের কথা বলেছেন। আমরা আশা করি সকল দল জনগণের রায়ের ওপর আস্থা রাখবে।’
































