ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 103

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে দেশ-বিদেশ থেকে নির্বাচনের পথ বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার এ বিষয়ে সম্পূর্ণ অবগত এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। বিদেশে কোটি কোটি ডলার নিয়ে যারা দেশ ত্যাগ করেছেন, তারা এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

শফিকুল আলম আরও বলেন, পতিত স্বৈরাচার, তাদের সমর্থক ও আন্তর্জাতিক মিত্ররা একযোগে আগামী নির্বাচনের পথ বন্ধ করতে কৌশল নিচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।

তিনি বলেন, সরকার এই ধরনের পরিকল্পনা লক্ষ্য করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন।

প্রেস সচিব জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, আগামী ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

সর্বশেষ আপডেট ০৫:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে দেশ-বিদেশ থেকে নির্বাচনের পথ বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার এ বিষয়ে সম্পূর্ণ অবগত এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। বিদেশে কোটি কোটি ডলার নিয়ে যারা দেশ ত্যাগ করেছেন, তারা এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

শফিকুল আলম আরও বলেন, পতিত স্বৈরাচার, তাদের সমর্থক ও আন্তর্জাতিক মিত্ররা একযোগে আগামী নির্বাচনের পথ বন্ধ করতে কৌশল নিচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।

তিনি বলেন, সরকার এই ধরনের পরিকল্পনা লক্ষ্য করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন।

প্রেস সচিব জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, আগামী ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে।