ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন প্রস্তুতি অন্যবারের তুলনায় অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 5

স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার ভোট প্রস্তুতি অনেক বেশি সুনিশ্চিত। তিনি জানান, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই এবং সবাই সৎ ও পেশাদার।

সিলেট নগরীর সুবিদবাজারস্থ পি.টি.আই সম্মেলন কক্ষে বুধবার বিকেলে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এবার প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা, বডি ওর্ন ক্যামেরা, ডগ স্কোয়াড এবং প্রয়োজনমত ড্রোন ব্যবহার করা হবে।”

“প্রতিটি কেন্দ্রে আনআর্মড আনসার, আর্মড আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন থাকবে। আমাদের প্রিপারেশন খুবই ভালো, কোনো ঘাটতি নেই।”

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনআর্মড আনসার থাকবেন, যার মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন মহিলা। আর্মড আনসার এবং পুলিশ সদস্যদের সংখ্যা কেন্দ্রে ভিন্ন হতে পারে। মোবাইল টিমও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

নির্বাচন কমিশনের নির্দেশনার প্রসঙ্গ উত্থাপন করলে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা ও উপদেষ্টারা গণভোটে অংশগ্রহণ বা প্রভাবিত হওয়ার সুযোগ পান না। তবে সম্প্রতি উপজেলা প্রশাসনসহ রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী প্রচারণার ঘটনা দেখা গেছে। এ বিষয়ে তিনি মন্তব্য করতে অনিচ্ছুক বলে জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পরিচালনা করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী।

অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন প্রস্তুতি অন্যবারের তুলনায় অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ১০:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার ভোট প্রস্তুতি অনেক বেশি সুনিশ্চিত। তিনি জানান, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই এবং সবাই সৎ ও পেশাদার।

সিলেট নগরীর সুবিদবাজারস্থ পি.টি.আই সম্মেলন কক্ষে বুধবার বিকেলে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এবার প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা, বডি ওর্ন ক্যামেরা, ডগ স্কোয়াড এবং প্রয়োজনমত ড্রোন ব্যবহার করা হবে।”

“প্রতিটি কেন্দ্রে আনআর্মড আনসার, আর্মড আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন থাকবে। আমাদের প্রিপারেশন খুবই ভালো, কোনো ঘাটতি নেই।”

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনআর্মড আনসার থাকবেন, যার মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন মহিলা। আর্মড আনসার এবং পুলিশ সদস্যদের সংখ্যা কেন্দ্রে ভিন্ন হতে পারে। মোবাইল টিমও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

নির্বাচন কমিশনের নির্দেশনার প্রসঙ্গ উত্থাপন করলে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা ও উপদেষ্টারা গণভোটে অংশগ্রহণ বা প্রভাবিত হওয়ার সুযোগ পান না। তবে সম্প্রতি উপজেলা প্রশাসনসহ রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী প্রচারণার ঘটনা দেখা গেছে। এ বিষয়ে তিনি মন্তব্য করতে অনিচ্ছুক বলে জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পরিচালনা করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী।

অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।