বিএসআরএফ সংলাপে প্রেস সচিব
নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না
- সর্বশেষ আপডেট ০৫:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 148
নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী পাঁচ-ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ (ক্রুসিয়াল)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত “বিএসআরএফ সংলাপ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, “আমরা এখনো আগের অবস্থানে আছি। নির্বাচন ঠিক যেদিন হওয়ার কথা, তার একদিনও দেরি হবে না। আশা করি, নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “প্রথমে প্রফেসর ইউনূস এপ্রিলের শুরুতে নির্বাচনের কথা বলেছিলেন। পরে লন্ডনে আমরা বলেছিলাম, যদি কাঙ্ক্ষিত সংস্কারগুলো হয় এবং কাজ এগোয়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমরা এখনো সেই অবস্থানে আছি।”
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রেস সচিব বলেন, “প্রতিটি নির্বাচনেই কিছু না কিছু সহিংসতা ঘটে। তবে এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সহিংসতা শূন্যে নামিয়ে আনার।”
অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
































