নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ব্যর্থ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০১:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 137
জনগণ নির্বাচনের প্রতি সচেতন থাকায় কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের কোনো অসুবিধা নেই। সরকার এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণে তৎপর রয়েছে।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে।
সারাদেশে অস্ত্র উদ্ধার অভিযান একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শুধু নির্বাচনের জন্য নয়, অন্য যেকোনো সময়েও দেশে যেন অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে এবং নির্বাচনের আগেই প্রায় সব অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা আশাবাদী।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক অপপ্রচার এবং বিভিন্ন দলের নির্বাচনে অংশ না নেওয়ার হুমকির বিষয়ে তিনি বলেন, ‘দেশ এখন স্বাধীন। এখানে প্রত্যেকেই নিজ নিজ মত প্রকাশ করতে পারে। তবে জনগণই মূল শক্তি এবং তারা যখন নির্বাচনের পক্ষে অবস্থান নেবে, তখন কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’
দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, সীমান্ত এলাকার জনগণ অত্যন্ত সচেতন, যা দেশের নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে।
































