নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না: দুদু
- সর্বশেষ আপডেট ০৩:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 131
নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো অবস্থাতেই ফেব্রুয়ারি মাস অতিক্রম করা যাবে না। এই সময়ের মধ্যেই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে- অন্যথায় দেশের জনগণ তা সহ্য করবে না।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পিপলস ফোরাম আয়োজিত অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকার চাই-দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, এই সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আমি তাদের সমালোচনা করতে চাই না। কিন্তু গণঅভ্যুত্থানের অর্থই হলো- মানুষ গণতন্ত্র চায়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ডিসেম্বরেও যদি নির্বাচন সম্ভব হয়, সেটি বিবেচনা করা যেতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই ফেব্রুয়ারির পর নয়। দেশের মানুষ কোনো টালবাহানা বা বিলম্ব মেনে নেবে না।
শামসুজ্জামান দুদু বলেন, “বাংলাদেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। গণতন্ত্রের প্রশ্নে এই জাতি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। তাই সরকারকে বুঝতে হবে- সময় বেশি নেওয়া ঠিক হবে না।”
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান, লুটপাটের অর্থ ফেরত দিন। বিচার না হলে আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকবে না।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পিপলস ফোরামের সভাপতি মাইন উদ্দিন মজুমদার। বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, ডেমোক্র্যাটিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির চেয়ারম্যান মো. সাইদুর রহমান প্রমুখ।
































