ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে: রুমিন

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 133

রুমিন ফারহানা

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই জনসভার আয়োজন করে।

রুমিন ফারহানা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক নেই। আইন-শৃঙ্খলা অবনতি, বিভিন্ন রাজনৈতিক দলের নানা দাবিদাওয়া এবং নির্বাচনের আগে গণভোট বা নিম্নকক্ষে পিআর ব্যবস্থার দাবি—এসব কারণে স্বভাবতই নির্বাচনকে ঘিরে ভয়, দ্বিধা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় পার্টিসহ কিছু দলকে নিষিদ্ধকরণ নিয়ে আলোচনা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে তিনি মত দেন।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও সরকারে না থেকেও সরকারি সুযোগ-সুবিধা নেওয়া ব্যক্তিদের সংখ্যা কম নয়। যারা এসব সুবিধা ছাড়তে চান না, তাদের কারণে নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন আরও গভীর হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি কি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর তিনি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকেছেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করে গেছেন। তার ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলের নেতাকর্মীদের মতামতের ওপর নির্ভর করবে। তাদের সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত।

সভায় সভাপতিত্ব করেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামান। বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে: রুমিন

সর্বশেষ আপডেট ০৮:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই জনসভার আয়োজন করে।

রুমিন ফারহানা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক নেই। আইন-শৃঙ্খলা অবনতি, বিভিন্ন রাজনৈতিক দলের নানা দাবিদাওয়া এবং নির্বাচনের আগে গণভোট বা নিম্নকক্ষে পিআর ব্যবস্থার দাবি—এসব কারণে স্বভাবতই নির্বাচনকে ঘিরে ভয়, দ্বিধা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় পার্টিসহ কিছু দলকে নিষিদ্ধকরণ নিয়ে আলোচনা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে তিনি মত দেন।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও সরকারে না থেকেও সরকারি সুযোগ-সুবিধা নেওয়া ব্যক্তিদের সংখ্যা কম নয়। যারা এসব সুবিধা ছাড়তে চান না, তাদের কারণে নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন আরও গভীর হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি কি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর তিনি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকেছেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করে গেছেন। তার ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলের নেতাকর্মীদের মতামতের ওপর নির্ভর করবে। তাদের সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত।

সভায় সভাপতিত্ব করেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামান। বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রমুখ।