ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনে তৃতীয় দিনে ৪১টি আপিল মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির তৃতীয় দিনে সোমবার নির্বাচন কমিশন ৪১টি আবেদন মঞ্জুর করেছে। একই সময়ে ২৪টি আবেদন খারিজ করা হয়েছে এবং ৪টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) আপিল শুনানি শেষ হলে নির্বাচন কমিশন গণমাধ্যমকে জানিয়ে দিয়েছে, ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী মো: হামিদুল ইসলামের আপিল আবেদনটি মঞ্জুর করা হয়েছে।

এছাড়া, পাবনা-২ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত থাকায় ১৬১/২০২৬ নম্বর আপিলের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করেছেন।

আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন কমিশনে তৃতীয় দিনে ৪১টি আপিল মঞ্জুর

সর্বশেষ আপডেট ০৬:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির তৃতীয় দিনে সোমবার নির্বাচন কমিশন ৪১টি আবেদন মঞ্জুর করেছে। একই সময়ে ২৪টি আবেদন খারিজ করা হয়েছে এবং ৪টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) আপিল শুনানি শেষ হলে নির্বাচন কমিশন গণমাধ্যমকে জানিয়ে দিয়েছে, ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী মো: হামিদুল ইসলামের আপিল আবেদনটি মঞ্জুর করা হয়েছে।

এছাড়া, পাবনা-২ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত থাকায় ১৬১/২০২৬ নম্বর আপিলের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করেছেন।

আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে।