ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 7

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বৃহস্পতিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন যেন কোনো সহিংসতা না ঘটে, সেজন্য সকল বাহিনীকে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের দিন কোনো ব্যালট বক্স ছিনতাই হলে পোলিং অফিসার থেকে প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কেউই রক্ষা পাবে না।

প্রশাসন এবার নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো দলের পক্ষে বা বিরোধী কোনো অবস্থান নেবে না, আর সরকারি কর্মচারীরা কোনো পার্টির ‘লেজুড়’ হবেন না। এই নির্দেশনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষ্যেই দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা

সর্বশেষ আপডেট ০৮:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বৃহস্পতিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন যেন কোনো সহিংসতা না ঘটে, সেজন্য সকল বাহিনীকে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের দিন কোনো ব্যালট বক্স ছিনতাই হলে পোলিং অফিসার থেকে প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কেউই রক্ষা পাবে না।

প্রশাসন এবার নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো দলের পক্ষে বা বিরোধী কোনো অবস্থান নেবে না, আর সরকারি কর্মচারীরা কোনো পার্টির ‘লেজুড়’ হবেন না। এই নির্দেশনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষ্যেই দেওয়া হয়েছে।