নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বে সাড়ে ৫ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য: জাহাঙ্গীর আলম
- সর্বশেষ আপডেট ০২:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 40
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে সাড়ে ৫ লাখের বেশি আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এসব সদস্যের মাধ্যমে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
সোমবার (১২ জানুয়ারি) গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে তিনজন অস্ত্রধারী, ছয়জন অস্ত্রবিহীন পুরুষ এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অস্ত্রধারী তিন সদস্যের একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সারাদেশে এক হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম প্রস্তুত থাকবে।
নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখার ওপর জোর দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক কিংবা দায়িত্ববহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড, যা নির্বাচনকে প্রভাবিত বা ব্যাহত করতে পারে, তা থেকে আনসার সদস্যদের সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।
নবীন আনসার সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের ইতিহাস, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা হৃদয়ে ধারণ করে দায়িত্ব পালন করতে হবে। জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসন রক্ষা এবং দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


































