নির্বাচনে ব্যত্যয় হলে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটবে : দুদু
- সর্বশেষ আপডেট ০২:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 28
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও ঝুঁকির মুখে পড়তে পারে।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন দুদু। তিনি বলেন, একটি পার্শ্ববর্তী দেশ চায় না বাংলাদেশে ভালো নির্বাচন হোক এবং গণতন্ত্রে উত্তরণ ঘটুক, তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
আগামীর নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকারের সঙ্গে যাদের সম্পর্ক সবচেয়ে বেশি, সেই দল এনসিপি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে, যা তিনি সমর্থন করেন। স্বচ্ছ, স্বাভাবিক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
দুদু বলেন, সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে এনসিপির উচিত এসব ত্রুটি সরাসরি সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা। তা না হলে মানুষ মনে করতে পারে এসব কথা কেবল বক্তব্যেই সীমাবদ্ধ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ চরম কষ্টে আছে, প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। বর্তমান সরকারের সময় সীমিত হলেও মানুষের প্রত্যাশা ছিল তারা পরিস্থিতির উন্নতি করবে, কিন্তু ১৭-১৮ মাসেও দাম কমেনি। আগামী সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া মানুষের সামনে আর কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে দুদু বলেন, ভালো নির্বাচনের জন্য নিরাপত্তা পরিস্থিতির উন্নতি জরুরি, কিন্তু তার লক্ষণ দেখা যাচ্ছে না। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকার পরও চুয়াডাঙ্গার জীবননগরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।































