নির্বাচনে নৌকা নেই, কাণ্ডারী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে :মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০৫:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 11
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একসময় দেশের রাজনীতিতে নৌকা ও ধানের শীষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। এখন সেই নৌকা আর নেই, কারণ এর কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, বর্তমান নির্বাচনে একটি নতুন প্রতীক সামনে এসেছে এবং এটি তার শেষ নির্বাচন। জীবনের শেষ সময়ে এসে তিনি জনগণের কাছে শেষবারের মতো সুযোগ চান।
তিনি বলেন, “আমি মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই। এবার আপনারা আমাকে একটি সুযোগ দিন।”
বিএনপি মহাসচিব বলেন, যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারাই আবার দেশ পরিচালনার জন্য ভোট চাইছে। যারা বাংলাদেশ ও স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ভোট দিলে দেশের ক্ষতি হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি এবং সেই ইতিহাস মাথা উঁচু করে ধরে রাখতে হবে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, অনেক সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। তবে তারা এ দেশের সমান নাগরিক।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বলে গেছেন, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। আমরা সবাই বাংলাদেশি। সবার অধিকার সমান। আপনারা ভয় না পেয়ে মাথা উঁচু করে দাঁড়ান।”
হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বিএনপি সবসময় থাকবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, দল ক্ষমতায় এলে সবার অধিকার রক্ষা করা হবে।
জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।





































