ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে কোনো জোট করব না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবদেক, সিলেট
  • সর্বশেষ আপডেট ১১:৩৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 61

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচনে কোনো জোট করা হবে না, এটাই সিদ্ধান্ত। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি। তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিল, হাতছাড়া করলেন কেন? তারা নির্বাচনে বিশ্বাসী এই কথাটি প্রমাণ করতে পারেনি। যে জিনিস তারা পছন্দ করে না সে জিনিস যদি তাদের উপহার দেন, তাহলে এটা তাদের ওপর জুলাম হবে।’

নির্বাচনে জোটের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে আমরা কোনো জোট করব না, এটাই আমাদের সিদ্ধান্ত। তাহলে কী করব? আমরা নির্বাচনি সমঝোতা করব। আমরা যে কথাটি বলেছি, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স থাকবে। এই নীতিতে আমরা আগাচ্ছি এবং এইখানে শুধু ইমলামি দল না, এর পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতোমধ্যে সংযুক্ত হচ্ছেন। আপনারা সামনে আরও দেখতে পারবেন সংযুক্ত হচ্ছে।’

গণভোটের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘গণভোটের বিষয়ে একদম পরিষ্কার। গণভোট না হলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে? আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ তার আইনি বাস্তবতা খুঁজে পাক।’

জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের প্রার্থীদের মনোনয়ন ঘোষণা যথাসময়ে ঘোষণার কথা এর আগেও বলেছি। আমরা আমাদের প্রার্থীদের নাম একটি সুন্দর সময়ে ঘোষণা করব।’

ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে কোনো জোট করব না: জামায়াত আমির

সর্বশেষ আপডেট ১১:৩৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচনে কোনো জোট করা হবে না, এটাই সিদ্ধান্ত। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি। তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিল, হাতছাড়া করলেন কেন? তারা নির্বাচনে বিশ্বাসী এই কথাটি প্রমাণ করতে পারেনি। যে জিনিস তারা পছন্দ করে না সে জিনিস যদি তাদের উপহার দেন, তাহলে এটা তাদের ওপর জুলাম হবে।’

নির্বাচনে জোটের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে আমরা কোনো জোট করব না, এটাই আমাদের সিদ্ধান্ত। তাহলে কী করব? আমরা নির্বাচনি সমঝোতা করব। আমরা যে কথাটি বলেছি, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স থাকবে। এই নীতিতে আমরা আগাচ্ছি এবং এইখানে শুধু ইমলামি দল না, এর পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতোমধ্যে সংযুক্ত হচ্ছেন। আপনারা সামনে আরও দেখতে পারবেন সংযুক্ত হচ্ছে।’

গণভোটের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘গণভোটের বিষয়ে একদম পরিষ্কার। গণভোট না হলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে? আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ তার আইনি বাস্তবতা খুঁজে পাক।’

জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের প্রার্থীদের মনোনয়ন ঘোষণা যথাসময়ে ঘোষণার কথা এর আগেও বলেছি। আমরা আমাদের প্রার্থীদের নাম একটি সুন্দর সময়ে ঘোষণা করব।’

ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে।’