ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল হবে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 64

নির্বাচনে আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল হবে: ইসি আনোয়ারুল

নির্বাচনে আচরণবিধি প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি লঙ্ঘনকারী কোনো প্রার্থীকে ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্টভাবে জানান, কোনো শোকজ নয়—আচরণবিধি ভাঙলেই সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দরের সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, এলোমেলোভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানার প্রয়োজন হবে সেখানে জরিমানা, আর যেখানে কারাদণ্ড প্রযোজ্য, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

পোস্টার বিষয়ে কমিশনার জানান, তফসিল ঘোষণার পর সড়কে কোনো পোস্টার থাকবে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন কঠোর পদক্ষেপ নেবে।

নির্বাচনী আইন–শৃঙ্খলা বিষয়ে তিনি আরও বলেন, কমিশনের অধীনে একটি মনিটরিং সেল গঠন করা হবে। আইন–শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যৌথভাবে প্রয়োজনীয় মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারবে। তার আশা, আসন্ন জাতীয় নির্বাচন হবে সর্বোত্তম ও সুষ্ঠু নির্বাচন।

কর্মশালায় উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল হবে: ইসি আনোয়ারুল

সর্বশেষ আপডেট ০৩:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে আচরণবিধি প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি লঙ্ঘনকারী কোনো প্রার্থীকে ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্টভাবে জানান, কোনো শোকজ নয়—আচরণবিধি ভাঙলেই সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে।

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দরের সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, এলোমেলোভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানার প্রয়োজন হবে সেখানে জরিমানা, আর যেখানে কারাদণ্ড প্রযোজ্য, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

পোস্টার বিষয়ে কমিশনার জানান, তফসিল ঘোষণার পর সড়কে কোনো পোস্টার থাকবে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন কঠোর পদক্ষেপ নেবে।

নির্বাচনী আইন–শৃঙ্খলা বিষয়ে তিনি আরও বলেন, কমিশনের অধীনে একটি মনিটরিং সেল গঠন করা হবে। আইন–শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যৌথভাবে প্রয়োজনীয় মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারবে। তার আশা, আসন্ন জাতীয় নির্বাচন হবে সর্বোত্তম ও সুষ্ঠু নির্বাচন।

কর্মশালায় উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।