ঐকমত্য কমিশনকে আমীর খসরু
নির্বাচনের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন
- সর্বশেষ আপডেট ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 120
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্য কমিশনকে তাদের মতামতের জন্য রাখা হয়নি। তারা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিতে হবে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনকে তাদের মতামতের জন্য রাখা হয়নি। তারা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
তিনি ঐকমত্য কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা যে যেখানে কাজ করতেন, সেখানে স্ব স্ব কাজে ফিরে যান। দেশের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিন।
ব্যবসায়ীদের উদ্দেশে আমীর খসরু বলেন, নির্বাচন বানচালের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে।
বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে খসরু বলেন, বড় বড় মেগা প্রকল্পের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পুরোনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে, যাতে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ানো হবে, কুটির শিল্পকে স্বয়ংসম্পূর্ণ করে নিজস্ব ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি করা হবে।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। বড় বড় মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।































