নির্বাচনের আগে ও পরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী
- সর্বশেষ আপডেট ০৯:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 22
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে যৌথ বাহিনী মোতায়েন করা হবে। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও সাত দিন তারা মাঠে থাকবে।
এ তথ্য বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন। সভায় সিদ্ধান্ত হয়, যৌথ বাহিনী ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবে, এবং প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে।
স্বরাষ্ট্র সচিব জানান, আগামী পাঁচ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা বিতরণ করা হবে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা প্রয়োজনে বডি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি সরাসরি মনিটরিং করতে পারবেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম ২৪ ঘণ্টা নির্বাচন সংক্রান্ত মাঠপর্যায়ের তথ্য রেকর্ড ও পর্যবেক্ষণ করবে।
সভায় বডি ক্যামেরা ব্যবহারের একটি ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়। নাসিমুল গনি বলেন, “বডি ক্যামেরার মাধ্যমে ঘটনাগুলো তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে, যা সব ঘটনা রেকর্ডে রাখবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে।”
এতে বলা হয়েছে, যৌথ বাহিনী নিশ্চিত করবে যে ভোট উৎসবমুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে, যাতে ভোটাররা স্বচ্ছ ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
































