নির্বাচনী মাঠে উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম
- সর্বশেষ আপডেট ০৯:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 59
মাগুরা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসংযোগে নেমেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন।
শনিবার (৮ নভেম্বর) তিনি শালিখা উপজেলার বুনোগাতি, আড়পাড়া, গঙ্গারামপুর, পুলুম, নহাটা এবং মাগুরার বেরইল পলিতা এলাকাসহ অন্তত ১৫টি স্থানে প্রচারণা চালান। গত দুই দিন ধরে তিনি এসব এলাকায় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন।
যদিও এনসিপি এখনো মাগুরা জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি, তবুও মোয়াজ্জেম একদল তরুণ কর্মীকে সঙ্গে নিয়ে শুক্রবার থেকে মাঠে সক্রিয় হয়েছেন। তিনি নিজেকে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক” পরিচয়ে প্রচারপত্র বিতরণ করেন এবং এনসিপির প্রতীক ‘শাপলা কলি’-তে ভোট চান।
প্রচারণায় মোয়াজ্জেম দাবি করেন, গত এক বছরে তিনি মাগুরা-২ আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ আনতে ভূমিকা রেখেছেন। তার ভাষায়, “মাগুরার জন্যে আনা বরাদ্দের বেশিরভাগ কাজ এখনো চলমান। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমাকে শাপলা কলি প্রতীকে নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবার সুযোগ পাব।”
এর আগে তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।































