ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী নিরাপত্তায় অন-অ্যারাইভাল ভিসা স্থগিত: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 45

পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাংলাদেশে এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিষয়টি জানিয়ে সব দূতাবাসে নির্দেশনা পাঠানো হয়।

তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে এবং যাদের আগমনের উদ্দেশ্য স্পষ্ট নয় এমন লোকজন হঠাৎ দেশে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। তাই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হলেও, যারা আসতে চান তারা নিয়ম অনুযায়ী আগেভাগে ভিসা নিয়ে এলে প্রবেশে কোনো বাধা থাকবে না। নির্দিষ্ট উদ্দেশ্য থাকা ব্যক্তিদের প্রবেশে অনুমতি দেওয়া হবে বলেও তিনি জানান।

সৌদি আরবে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। তার ভাষায়, স্বাভাবিক ও উন্নত সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ গত এক বছরে অনেকটা অগ্রসর হয়েছে এবং ভবিষ্যতে যেসব বিষয়ে অগ্রগতি হবে, তা গণমাধ্যমকে জানানো হবে।

ভারতে বাংলাদেশের মিশনে ভিসা সেবা নির্বাচন শেষে আবার চালু হবে কিনা—এ প্রশ্নে তিনি বলেন, এটি ভবিষ্যতের পররাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়। তবে আপাতত নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণেই এই সেবা বন্ধ রাখা হয়েছে এবং দেশের মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান বিবেচনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনী নিরাপত্তায় অন-অ্যারাইভাল ভিসা স্থগিত: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৯:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাংলাদেশে এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিষয়টি জানিয়ে সব দূতাবাসে নির্দেশনা পাঠানো হয়।

তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে এবং যাদের আগমনের উদ্দেশ্য স্পষ্ট নয় এমন লোকজন হঠাৎ দেশে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। তাই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হলেও, যারা আসতে চান তারা নিয়ম অনুযায়ী আগেভাগে ভিসা নিয়ে এলে প্রবেশে কোনো বাধা থাকবে না। নির্দিষ্ট উদ্দেশ্য থাকা ব্যক্তিদের প্রবেশে অনুমতি দেওয়া হবে বলেও তিনি জানান।

সৌদি আরবে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। তার ভাষায়, স্বাভাবিক ও উন্নত সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ গত এক বছরে অনেকটা অগ্রসর হয়েছে এবং ভবিষ্যতে যেসব বিষয়ে অগ্রগতি হবে, তা গণমাধ্যমকে জানানো হবে।

ভারতে বাংলাদেশের মিশনে ভিসা সেবা নির্বাচন শেষে আবার চালু হবে কিনা—এ প্রশ্নে তিনি বলেন, এটি ভবিষ্যতের পররাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়। তবে আপাতত নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণেই এই সেবা বন্ধ রাখা হয়েছে এবং দেশের মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান বিবেচনা।