ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকালে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ বাহিনী

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৫:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 54

পটুয়াখালীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন একদিন এবং নির্বাচনের পর তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী সময়সীমা পরিবর্তন বা সমন্বয় করা যেতে পারে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে মাঠে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য মোতায়েন আছেন। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবির সদস্য থাকবে প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র‌্যাব প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য সাড়ে পাঁচ লাখের মতো থাকবেন। নির্বাচন ব্যবস্থাপনায় আনসারের ভূমিকা এবার গুরুত্বপূর্ণ হবে। তাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে।’

নিরাপত্তা নিয়ে কোনো সংশয় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

সরকার পরিবর্তনের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে সরকার পতন কোনো কয়েকজনের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর মূল কারণ। দেখেছেন, কিভাবে কয়েকজন দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনও পালিয়েছে। এটি জনগণের ইচ্ছার ফল।’

মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনকালে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ বাহিনী

সর্বশেষ আপডেট ০৫:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন একদিন এবং নির্বাচনের পর তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী সময়সীমা পরিবর্তন বা সমন্বয় করা যেতে পারে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে মাঠে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য মোতায়েন আছেন। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবির সদস্য থাকবে প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র‌্যাব প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য সাড়ে পাঁচ লাখের মতো থাকবেন। নির্বাচন ব্যবস্থাপনায় আনসারের ভূমিকা এবার গুরুত্বপূর্ণ হবে। তাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে।’

নিরাপত্তা নিয়ে কোনো সংশয় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

সরকার পরিবর্তনের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে সরকার পতন কোনো কয়েকজনের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর মূল কারণ। দেখেছেন, কিভাবে কয়েকজন দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনও পালিয়েছে। এটি জনগণের ইচ্ছার ফল।’

মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন।