ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্ধারিত মজুরি বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ১২:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 50

সাভারের চামড়া শিল্প নগরীতে সরকার নির্ধারিত ১৮ হাজার ১ টাকা নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়েছে। সমাবেশে বিভিন্ন ট্যানারির শ্রমিকরা অংশ নেন।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, “২০২৪ সালের ২১ নভেম্বর সরকার ট্যানারি শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল। মালিক ও শ্রমিক পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই এই মজুরি নির্ধারিত হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে মালিক পক্ষ সেই সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি শুরু করে।”

তারা আরও অভিযোগ করে বলেন, পরবর্তীতে মালিকদের অনুরোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরি কাঠামো সংশোধন (রিভাইজ) করলেও শ্রমিকরা বৃহত্তর স্বার্থে তা মেনে নিয়েছিল। কিন্তু সেই সংশোধিত মজুরি কার্যকর করতেও মালিকরা টালবাহানা করছেন। দীর্ঘ চার বছর বেতন বৃদ্ধি না হওয়ায় শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।

সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, “শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ১৮ হাজার ১ টাকা মজুরি পাওয়া আমাদের অধিকার। অবিলম্বে এই মজুরি বাস্তবায়ন করা না হলে আমরা ট্যানারি শিল্প অচল করে দেওয়ার মতো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে মালিক পক্ষ দাবি মেনে না নিলে তারা কর্মবিরতিসহ আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্ধারিত মজুরি বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

সর্বশেষ আপডেট ১২:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

সাভারের চামড়া শিল্প নগরীতে সরকার নির্ধারিত ১৮ হাজার ১ টাকা নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়েছে। সমাবেশে বিভিন্ন ট্যানারির শ্রমিকরা অংশ নেন।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, “২০২৪ সালের ২১ নভেম্বর সরকার ট্যানারি শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল। মালিক ও শ্রমিক পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই এই মজুরি নির্ধারিত হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে মালিক পক্ষ সেই সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি শুরু করে।”

তারা আরও অভিযোগ করে বলেন, পরবর্তীতে মালিকদের অনুরোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরি কাঠামো সংশোধন (রিভাইজ) করলেও শ্রমিকরা বৃহত্তর স্বার্থে তা মেনে নিয়েছিল। কিন্তু সেই সংশোধিত মজুরি কার্যকর করতেও মালিকরা টালবাহানা করছেন। দীর্ঘ চার বছর বেতন বৃদ্ধি না হওয়ায় শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।

সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, “শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ১৮ হাজার ১ টাকা মজুরি পাওয়া আমাদের অধিকার। অবিলম্বে এই মজুরি বাস্তবায়ন করা না হলে আমরা ট্যানারি শিল্প অচল করে দেওয়ার মতো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে মালিক পক্ষ দাবি মেনে না নিলে তারা কর্মবিরতিসহ আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করবেন।