ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মেহেরপুরে বদিউল আলম মজুমদার

নিম্নকক্ষ আসনভিত্তিক, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
  • সর্বশেষ আপডেট ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 76

মেহেরপুরে বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠনের প্রস্তাব রাখা হয়েছে। তাঁর ভাষায়, এ দুটি পদ্ধতিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে, তবে দেশের জন্য এটি সময়োপযোগী উদ্যোগ। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরিক সংগঠন সুজন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই করতে হলে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।

অনুষ্ঠানে সুজনের পক্ষ থেকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার, গাংনী উপজেলা সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেহেরপুরে বদিউল আলম মজুমদার

নিম্নকক্ষ আসনভিত্তিক, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে

সর্বশেষ আপডেট ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠনের প্রস্তাব রাখা হয়েছে। তাঁর ভাষায়, এ দুটি পদ্ধতিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে, তবে দেশের জন্য এটি সময়োপযোগী উদ্যোগ। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরিক সংগঠন সুজন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই করতে হলে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।

অনুষ্ঠানে সুজনের পক্ষ থেকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার, গাংনী উপজেলা সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক প্রমুখ।