নিঝুম দ্বীপের পুকুরে মিলল ইলিশ
- সর্বশেষ আপডেট ০১:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 4
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে একটি পুকুর থেকে রূপালি ইলিশ মাছ ধরা পড়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে নিঝুম দ্বীপ ইউনিয়নের গুচ্ছ গ্রামের পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আগমনী কিল্লা গুচ্ছ গ্রামের বিশাল এই পুকুরটি প্রায় ৪০টি পরিবার যৌথভাবে ব্যবহার করে। পুকুরটির লিজ গ্রহণ করেছেন স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান। সোমবার সকালে পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে একটি প্রায় আধা কেজি ওজনের রুপালি ইলিশ ধরা পড়ে।
পুকুরের লিজগ্রহীতা আবদুল মান্নান বলেন, ‘আগমনী কিল্লা’ গুচ্ছ গ্রামের প্রায় ৪০টি পরিবার এ পুকুর ব্যবহার করে। সোমবার পুরো পুকুরে জেলেদের দিয়ে জাল ফেলা হয়েছিল। তখন অন্যান্য মাছের সঙ্গে প্রায় আধা কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, পুকুরে স্বাভাবিকভাবে ইলিশ উৎপাদন হয়—বিষয়টি এমন নয়। মূলত জোয়ারের পানির সঙ্গে নদী বা সাগর থেকে ইলিশ পুকুরে ঢুকে পড়ে। নিঝুম দ্বীপ নিম্নাঞ্চল হওয়ায় জোয়ারের সময় প্লাবিত হয়। তখনই ইলিশ পুকুরে প্রবেশ করে। এর বাইরে আলাদা কোনো কারণ নেই।

































