ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজ বাড়ি যেতে হয় মই বেয়ে, ঘরবন্দি মা-ছেলের যন্ত্রণার গল্প

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০১:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 166

নিজ বাড়ি যেতে হয় মই বেয়ে, ঘরবন্দি মা-ছেলের যন্ত্রণার গল্প

গাজীপুরের শ্রীপুরে এক হতদরিদ্র পরিবার দীর্ঘ ৯ মাস ধরে ঘরবন্দি অবস্থায় রয়েছেন। স্থানীয় প্রভাবশালী নূরুল হুদা তাদের বাড়ির চারপাশে বাঁশ, কাঠ ও তারের বেড়া দিয়ে আটকে রেখেছেন। ফলে পঞ্চাশোর্ধ বিধবা শামসুন্নাহার ও তার ছেলে সাইফুল ইসলাম দীপু নিজ বাড়িতে যাতায়াত করতে হচ্ছেন মই বেয়ে বা দেয়াল টপকে ঝুঁকি নিয়ে।

শামসুন্নাহারের অভিযোগ, ২০০৫ সালে তিনি নিজের নামে জমি কিনে বাড়ি করেছেন। গত পাঁচ বছর আগে স্বামী মারা যাওয়ার পরও নূরুল হুদা ওই জমি ক্রয় করতে চাইছেন। কিন্তু শামসুন্নাহার রাজি না হওয়ায় শুরু হয় বাধা। বাড়ির চারপাশের সব পথ বন্ধ করে দিয়ে তিনি মা-ছেলেকে প্রায় অচল করে দিয়েছেন। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া সম্ভব হচ্ছে না।

ভুক্তভোগী মা বলেন, গরু, ছাগল, হাঁস-মুরগি বিক্রি করে দিতে হয়েছে, খাবারকেও বাঁচাতে পারছেন না। নিঃস্বতায় দিন কাটাচ্ছেন। ছেলে দীপু বলেন, “এত অমানবিক আচরণ কল্পনাতেও আসে না। আমাদের কাজকর্মও বাধাগ্রস্ত হয়েছে। মা অসুস্থ হয়ে পড়েছেন, তবুও বসতভিটা ছাড়তে রাজি নন।”

অভিযুক্ত নূরুল হুদা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি নন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানিয়েছেন, তাকে ইতোমধ্যে একবার নোটিশ দেওয়া হয়েছে, দ্বিতীয়বারও ডাকা হবে। সাড়া না দিলে নিয়ম মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিজ বাড়ি যেতে হয় মই বেয়ে, ঘরবন্দি মা-ছেলের যন্ত্রণার গল্প

সর্বশেষ আপডেট ০১:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের শ্রীপুরে এক হতদরিদ্র পরিবার দীর্ঘ ৯ মাস ধরে ঘরবন্দি অবস্থায় রয়েছেন। স্থানীয় প্রভাবশালী নূরুল হুদা তাদের বাড়ির চারপাশে বাঁশ, কাঠ ও তারের বেড়া দিয়ে আটকে রেখেছেন। ফলে পঞ্চাশোর্ধ বিধবা শামসুন্নাহার ও তার ছেলে সাইফুল ইসলাম দীপু নিজ বাড়িতে যাতায়াত করতে হচ্ছেন মই বেয়ে বা দেয়াল টপকে ঝুঁকি নিয়ে।

শামসুন্নাহারের অভিযোগ, ২০০৫ সালে তিনি নিজের নামে জমি কিনে বাড়ি করেছেন। গত পাঁচ বছর আগে স্বামী মারা যাওয়ার পরও নূরুল হুদা ওই জমি ক্রয় করতে চাইছেন। কিন্তু শামসুন্নাহার রাজি না হওয়ায় শুরু হয় বাধা। বাড়ির চারপাশের সব পথ বন্ধ করে দিয়ে তিনি মা-ছেলেকে প্রায় অচল করে দিয়েছেন। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া সম্ভব হচ্ছে না।

ভুক্তভোগী মা বলেন, গরু, ছাগল, হাঁস-মুরগি বিক্রি করে দিতে হয়েছে, খাবারকেও বাঁচাতে পারছেন না। নিঃস্বতায় দিন কাটাচ্ছেন। ছেলে দীপু বলেন, “এত অমানবিক আচরণ কল্পনাতেও আসে না। আমাদের কাজকর্মও বাধাগ্রস্ত হয়েছে। মা অসুস্থ হয়ে পড়েছেন, তবুও বসতভিটা ছাড়তে রাজি নন।”

অভিযুক্ত নূরুল হুদা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি নন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানিয়েছেন, তাকে ইতোমধ্যে একবার নোটিশ দেওয়া হয়েছে, দ্বিতীয়বারও ডাকা হবে। সাড়া না দিলে নিয়ম মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।