নিজ খরচে মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল
- সর্বশেষ আপডেট ১০:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 109
বাংলাদেশের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক উদ্যোগেও দিচ্ছেন উজ্জ্বল দৃষ্টান্ত। এবার তিনি নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে, বারনই নদী ও হালতিবিলের পাশে।
দীর্ঘদিন ধরে গ্রামবাসী নামাজ আদায়ে ভোগান্তির শিকার হচ্ছিলেন। কাছাকাছি কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের কষ্ট করে দূরে গিয়ে নামাজ পড়তে হতো। এ সময় তামিম ইকবাল উদ্যোগ নেন একটি মসজিদ নির্মাণের। প্রায় চার বছর আগে জাতীয় দলের সতীর্থ তাইজুল ইসলামের সঙ্গে বিষয়টি শেয়ার করলে তাইজুল তার বাবার মাধ্যমে এ গ্রামটি খুঁজে বের করেন।
প্রথমে এখানে ছিল ছনের বেড়া ও টিনের চালের একটি ছোট মসজিদ। স্থানীয়রা বহু চেষ্টা করেও পাকা মসজিদ নির্মাণে সফল হননি। একবার মসজিদ নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করলেও তা আত্মসাৎ হয়ে যায়। অবশেষে তামিম নিজ খরচে সম্পূর্ণ পাকা ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মসজিদ নির্মাণ করেন।
এখন গ্রামে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন জামে মসজিদ, যেখানে প্রতিদিন নির্বিঘ্নে নামাজ আদায় করছেন স্থানীয়রা। এলাকাবাসী সাহিনুর ইসলাম, পাভেল প্রামাণিক, আব্দুল হান্নান সরকার, মুয়াজ্জিন ইস্তুল প্রামাণিকসহ অনেকে বলেন, তামিমের এই উদ্যোগ তাদের জীবনে নতুন আলো এনেছে। সতীর্থদের কাছেও তার মানবিকতার গল্প শোনা যায় নিয়মিত।
মসজিদ কমিটির সভাপতি মো. সুলতান প্রামাণিক মিঠু বলেন, “তামিম শুধু একজন বড় মাপের ক্রিকেটার নন, তিনি সমাজের জন্য অনুপ্রেরণাও। একটি টিনের মসজিদ ভেঙে আধুনিক জামে মসজিদ নির্মাণ করে তিনি মানুষের ভালোবাসা ও দোয়া অর্জন করেছেন। আমরা প্রার্থনা করি, তিনি যেন ভবিষ্যতেও আরও বড় কল্যাণকর কাজে যুক্ত থাকতে পারেন।”
































