নৌবাহিনীর বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল
নিজস্ব ব্যবস্থাপনায় ৬ মাস চলবে চট্টগ্রাম বন্দরের এনসিটি
- সর্বশেষ আপডেট ০৮:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 242
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ছয় মাস বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। তবে টার্মিনালের দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনী পাবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল, বুধবার (২ জুলাই)।
মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনার অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ৬ জুলাই পর্যন্ত এনসিটির পরিচালনার দায়িত্বে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। এর পরবর্তী দায়িত্ব নিয়ে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলছিল। তবে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আপাতত বিকল্প চিন্তা করছে।
সূত্রে জানা গেছে, দরপত্র প্রক্রিয়া না করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এনসিটির পরবর্তী পরিচালনা প্রতিষ্ঠান নির্ধারণ করা হতে পারে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নেয়া হতে পারে বলেও জানা গেছে।
এদিকে একই বৈঠকে সার, এলএনজি, জলযান ক্রয়, সড়ক সংস্কার ও আশ্রয়কেন্দ্র নির্মাণসহ ১৫টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিটি পরিচালনা ইস্যুতে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা বন্দর ব্যবস্থাপনার ভবিষ্যত গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






































