নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত মারুফা
- সর্বশেষ আপডেট ০৩:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 101
ইংল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে দলের তৃতীয় ম্যাচে তার খেলার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে দল সূত্র জানিয়েছে, মারুফা খেলতে সম্পূর্ণ প্রস্তুত।
মারুফা খেলবেন কিনা প্রসঙ্গে বলা হয়েছে, “সে খেলতে পারবে। বোলিং করতে তার কোনো অসুবিধা হচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত সে বোলিং করতে পারত, তবে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নেয়নি।”
বাংলাদেশের বোলিং আক্রমণের মূল ভরসা মারুফা আক্তার। তার সুইংয়ের কারণে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রতিপক্ষ ব্যাটিংকে চাপে ফেলার ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মারুফা নতুন বলে সুইং করায় স্পিনারদের জন্যও উইকেট পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
পাকিস্তানের টপ অর্ডারকে ভেঙে দিয়েছিলেন মারুফা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে তিনি প্রতিপক্ষকে ধাক্কা দিয়েছিলেন। আরও একটি উইকেট পেতে পারতেন, কিন্তু আম্পায়ারিংয়ের ভুলের কারণে তা হয়নি। এ অবস্থায় ম্যাচের ফলাফলও ভিন্ন হতে পারত।
ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে মারুফা ৫ ওভারের বেশি বোলিং করতে পারেননি। যদি তিনি পুরো সময় বোলিং করতেন, তাহলে ম্যাচের রূপ বদলে যেতে পারত। গৌহাটিতে নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩:৩০ মিনিটে শুরু হবে।































