ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাসিকের মশারি নিতে কেউ না আসায় বাতিল হলো কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 62

নাসিকের মশারি নিতে কেউ না আসায় বাতিল হলো কর্মসূচি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আয়োজনে মশারি বিতরণ কর্মসূচি নাগরিকদের উপস্থিতি না থাকার কারণে বাতিল করা হয়েছে। অনুষ্ঠানে খুব সামান্য সংখ্যক মানুষ উপস্থিত হলেও তাদের মশারি না দিয়ে শেষ পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এই ঘটনা ঘটেছে। সূত্র জানায়, ‘জনসচেতনতা বৃদ্ধি করি, ডেঙ্গুমুক্ত নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিক দরিদ্রদের মধ্যে মশারি বিতরণ করতে চেয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর।

দুপুর আড়াইটার দিকে ওয়ার্ড সচিব মাসুদ রানা লালসহ কয়েকজন কর্মচারী মাইকে বক্তব্য দেন এবং আমন্ত্রিতদের উপস্থিত হওয়ার আহ্বান জানান। কিছুক্ষণ পর কয়েকজন নারী উপস্থিত থাকলেও সবাই একে একে চলে যান।

ওয়ার্ড সচিব মাসুদ রানা লাল বলেন, তাকে দুইজন নারীকে নিয়ে আসতে বলা হয়েছিল। তিনি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করার পর জানতে পারেন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এরপর ব্যানার ও সাউন্ড সিস্টেম সরিয়ে নেওয়া হয়।

নাসিকের মেডিকেল অফিসার নাফিয়া ইসলাম জানান, তিনি স্পষ্টভাবে জানেন না কেন অনুষ্ঠানটি হয়নি। প্রথমে বলা হয়েছিল হবে, পরে শুনেছেন হবে না। তিনি বলেন, মশারি নিয়ে যাওয়ার সময়ই জানতে পারেন কার্যক্রম স্থগিত হয়েছে।

নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, তিনি জানেন না কারা এই প্রোগ্রামের আয়োজন করেছিল এবং কেন বাতিল করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে পরে জানানো সম্ভব হবে। প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাসিকের মশারি নিতে কেউ না আসায় বাতিল হলো কর্মসূচি

সর্বশেষ আপডেট ০৮:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আয়োজনে মশারি বিতরণ কর্মসূচি নাগরিকদের উপস্থিতি না থাকার কারণে বাতিল করা হয়েছে। অনুষ্ঠানে খুব সামান্য সংখ্যক মানুষ উপস্থিত হলেও তাদের মশারি না দিয়ে শেষ পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এই ঘটনা ঘটেছে। সূত্র জানায়, ‘জনসচেতনতা বৃদ্ধি করি, ডেঙ্গুমুক্ত নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিক দরিদ্রদের মধ্যে মশারি বিতরণ করতে চেয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর।

দুপুর আড়াইটার দিকে ওয়ার্ড সচিব মাসুদ রানা লালসহ কয়েকজন কর্মচারী মাইকে বক্তব্য দেন এবং আমন্ত্রিতদের উপস্থিত হওয়ার আহ্বান জানান। কিছুক্ষণ পর কয়েকজন নারী উপস্থিত থাকলেও সবাই একে একে চলে যান।

ওয়ার্ড সচিব মাসুদ রানা লাল বলেন, তাকে দুইজন নারীকে নিয়ে আসতে বলা হয়েছিল। তিনি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করার পর জানতে পারেন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এরপর ব্যানার ও সাউন্ড সিস্টেম সরিয়ে নেওয়া হয়।

নাসিকের মেডিকেল অফিসার নাফিয়া ইসলাম জানান, তিনি স্পষ্টভাবে জানেন না কেন অনুষ্ঠানটি হয়নি। প্রথমে বলা হয়েছিল হবে, পরে শুনেছেন হবে না। তিনি বলেন, মশারি নিয়ে যাওয়ার সময়ই জানতে পারেন কার্যক্রম স্থগিত হয়েছে।

নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, তিনি জানেন না কারা এই প্রোগ্রামের আয়োজন করেছিল এবং কেন বাতিল করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে পরে জানানো সম্ভব হবে। প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।