ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারী নেত্রী ইস্যুতে এনসিপির নিন্দা ও আইনি হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 169

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, দলের নারী নেত্রীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণাকে কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে দলটি। বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি অডিওকল ফাঁসকে কেন্দ্র করে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে ঘিরে বিভিন্ন অনলাইন মাধ্যমে অসত্য ও অবমাননাকর প্রচারণা চালানো হচ্ছে। এতে অংশ নিচ্ছে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর নেতাকর্মীরা, এমনকি কিছু তথাকথিত বিরোধী পক্ষের সদস্যরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছেন বলে দাবি এনসিপির।

এনসিপি বলেছে, “এটি একক কোনো ঘটনা নয়, এর আগেও নারী নেত্রীদের লক্ষ্য করে এমন অপমানজনক ক্যাম্পেইন চালানো হয়েছে। এসব অপপ্রচার নারীর প্রতি অবমাননা ও সহিংসতার প্রকাশমাত্র নয়, বরং রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণকারী নারীদের সরিয়ে দেওয়ার একটি পরিকল্পিত চেষ্টাও।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নারীদের রাজনৈতিক কর্তাসত্তা পুনরুদ্ধার হয়েছে। এই প্রেক্ষাপটে নারী নেত্রীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো মূলত সেই অভ্যুত্থানের চেতনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে অস্বীকার করার শামিল।

দলটির পক্ষ থেকে জানানো হয়, গণ-অভ্যুত্থানের পর এনসিপি নারী নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ কারণেই পুরোনো রাজনৈতিক শাসনব্যবস্থার সমর্থকরা এখন এনসিপিতে নারীদের সক্রিয় ভূমিকাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এনসিপি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “এই ধরনের যৌন হয়রানিমূলক প্রচারণা অব্যাহত থাকলে, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং অনলাইন-অফলাইন সব ধরণের নির্যাতনকারীর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করব।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারী নেত্রী ইস্যুতে এনসিপির নিন্দা ও আইনি হুঁশিয়ারি

সর্বশেষ আপডেট ১০:২৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, দলের নারী নেত্রীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণাকে কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে দলটি। বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি অডিওকল ফাঁসকে কেন্দ্র করে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে ঘিরে বিভিন্ন অনলাইন মাধ্যমে অসত্য ও অবমাননাকর প্রচারণা চালানো হচ্ছে। এতে অংশ নিচ্ছে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর নেতাকর্মীরা, এমনকি কিছু তথাকথিত বিরোধী পক্ষের সদস্যরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছেন বলে দাবি এনসিপির।

এনসিপি বলেছে, “এটি একক কোনো ঘটনা নয়, এর আগেও নারী নেত্রীদের লক্ষ্য করে এমন অপমানজনক ক্যাম্পেইন চালানো হয়েছে। এসব অপপ্রচার নারীর প্রতি অবমাননা ও সহিংসতার প্রকাশমাত্র নয়, বরং রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণকারী নারীদের সরিয়ে দেওয়ার একটি পরিকল্পিত চেষ্টাও।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নারীদের রাজনৈতিক কর্তাসত্তা পুনরুদ্ধার হয়েছে। এই প্রেক্ষাপটে নারী নেত্রীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো মূলত সেই অভ্যুত্থানের চেতনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে অস্বীকার করার শামিল।

দলটির পক্ষ থেকে জানানো হয়, গণ-অভ্যুত্থানের পর এনসিপি নারী নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ কারণেই পুরোনো রাজনৈতিক শাসনব্যবস্থার সমর্থকরা এখন এনসিপিতে নারীদের সক্রিয় ভূমিকাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এনসিপি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “এই ধরনের যৌন হয়রানিমূলক প্রচারণা অব্যাহত থাকলে, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং অনলাইন-অফলাইন সব ধরণের নির্যাতনকারীর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করব।”