ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারী আইপিএল নিলামে কোটি টাকার ঝড়

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 76

নারী আইপিএল নিলামে কোটি টাকার ঝড়

২০২৩ সালে যাত্রা শুরু হওয়া মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) প্রথম মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। আগামী ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টের চতুর্থ মৌসুম। এই আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মোট ৬৭ জন ক্রিকেটারকে দলে নিতে খরচ করেছে ৪০.৮ কোটি রুপি। কোটির ঘরে পেয়েছেন জায়গা বিভিন্ন দেশের মোট ১১ জন ক্রিকেটার।

আগের তিন মৌসুমে ডব্লিউপিএলের সবচেয়ে বড় দাম পেয়েছিলেন ভারতের ওপেনার স্মৃতি মান্দানা—৩.৪০ কোটি রুপি। একই তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের ন্যাট-শাইভার ব্রান্ট, দুজনই ৩.২০ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন। চলতি আসরে তাদের কেউ নিলামে উঠেননি; আগের দলগুলোই ৩.৫০ কোটি রুপিতে ধরে রেখেছে তাদের—স্মৃতিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গার্ডনারকে গুজরাট জায়ান্টস এবং ন্যাট-শাইভারকে মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ভারতের স্পিন অলরাউন্ডার দিপ্তী শর্মা। তাকে ৩.২০ কোটি রুপিতে দলে নিয়েছে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। ডব্লিউপিএল নিলামের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। রাইট টু ম্যাচ ব্যবস্থায় আগের দলই তাকে ধরে রেখেছে।

নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেরকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। একই দল ২.৪০ কোটি রুপিতে কিনেছে ভারতের পেসার শিখা পান্ডেকে।

কোটিপতি হওয়া ক্রিকেটারদের তালিকা (রুপিতে):

১. দিপ্তী শর্মা – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ৩.২০ কোটি
২. অ্যামেলিয়া কের – মুম্বাই ইন্ডিয়ান্স – ৩ কোটি
৩. শিখা পান্ডে – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ২.৪০ কোটি
৪. সোফি ডিভাইন – গুজরাট জায়ান্টস – ২ কোটি
৫. মেগ ল্যানিং – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ১.৯০ কোটি
৬. শ্রী চরণী – দিল্লি ক্যাপিটালস – ১.৩০ কোটি
৭. চিনেল হেনরি – দিল্লি ক্যাপিটালস – ১.৩০ কোটি
৮. ফোবে লিচফিল্ড – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ১.৩০ কোটি
৯. লরা উলভার্ট – দিল্লি ক্যাপিটালস – ১.১০ কোটি
১০. আশা সোবহানা – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ১.১০ কোটি
১১. জর্জিয়া ওয়ারহ্যাম – গুজরাট জায়ান্টস – ১ কোটি

এবার নিলামের সবচেয়ে বড় বিস্ময় অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালিসা হিলির দল না পাওয়া। আলোচনার কেন্দ্রবিন্দু—ফ্র্যাঞ্চাইজিগুলো এবার ব্যাটারের চেয়ে অলরাউন্ডারদের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে। একইভাবে দল পাননি ইংল্যান্ডের হিদার নাইট ও অ্যামি জোনস।

বাংলাদেশ থেকে নিলামে ছিলেন দুই ক্রিকেটার। সম্ভাবনা থাকা সত্ত্বেও পেসার মারুফা আক্তারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারী আইপিএল নিলামে কোটি টাকার ঝড়

সর্বশেষ আপডেট ০৮:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

২০২৩ সালে যাত্রা শুরু হওয়া মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) প্রথম মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। আগামী ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টের চতুর্থ মৌসুম। এই আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মোট ৬৭ জন ক্রিকেটারকে দলে নিতে খরচ করেছে ৪০.৮ কোটি রুপি। কোটির ঘরে পেয়েছেন জায়গা বিভিন্ন দেশের মোট ১১ জন ক্রিকেটার।

আগের তিন মৌসুমে ডব্লিউপিএলের সবচেয়ে বড় দাম পেয়েছিলেন ভারতের ওপেনার স্মৃতি মান্দানা—৩.৪০ কোটি রুপি। একই তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের ন্যাট-শাইভার ব্রান্ট, দুজনই ৩.২০ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন। চলতি আসরে তাদের কেউ নিলামে উঠেননি; আগের দলগুলোই ৩.৫০ কোটি রুপিতে ধরে রেখেছে তাদের—স্মৃতিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গার্ডনারকে গুজরাট জায়ান্টস এবং ন্যাট-শাইভারকে মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ভারতের স্পিন অলরাউন্ডার দিপ্তী শর্মা। তাকে ৩.২০ কোটি রুপিতে দলে নিয়েছে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। ডব্লিউপিএল নিলামের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। রাইট টু ম্যাচ ব্যবস্থায় আগের দলই তাকে ধরে রেখেছে।

নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেরকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। একই দল ২.৪০ কোটি রুপিতে কিনেছে ভারতের পেসার শিখা পান্ডেকে।

কোটিপতি হওয়া ক্রিকেটারদের তালিকা (রুপিতে):

১. দিপ্তী শর্মা – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ৩.২০ কোটি
২. অ্যামেলিয়া কের – মুম্বাই ইন্ডিয়ান্স – ৩ কোটি
৩. শিখা পান্ডে – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ২.৪০ কোটি
৪. সোফি ডিভাইন – গুজরাট জায়ান্টস – ২ কোটি
৫. মেগ ল্যানিং – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ১.৯০ কোটি
৬. শ্রী চরণী – দিল্লি ক্যাপিটালস – ১.৩০ কোটি
৭. চিনেল হেনরি – দিল্লি ক্যাপিটালস – ১.৩০ কোটি
৮. ফোবে লিচফিল্ড – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ১.৩০ কোটি
৯. লরা উলভার্ট – দিল্লি ক্যাপিটালস – ১.১০ কোটি
১০. আশা সোবহানা – উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স – ১.১০ কোটি
১১. জর্জিয়া ওয়ারহ্যাম – গুজরাট জায়ান্টস – ১ কোটি

এবার নিলামের সবচেয়ে বড় বিস্ময় অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালিসা হিলির দল না পাওয়া। আলোচনার কেন্দ্রবিন্দু—ফ্র্যাঞ্চাইজিগুলো এবার ব্যাটারের চেয়ে অলরাউন্ডারদের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে। একইভাবে দল পাননি ইংল্যান্ডের হিদার নাইট ও অ্যামি জোনস।

বাংলাদেশ থেকে নিলামে ছিলেন দুই ক্রিকেটার। সম্ভাবনা থাকা সত্ত্বেও পেসার মারুফা আক্তারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি।