ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারীর গোসলের ভিডিও ধারণ করে অনৈতিক চাপ

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সর্বশেষ আপডেট ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 700

মোংলায়

বাগেরহাট জেলার মোংলায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল এবং অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই (সোমবার) দুপুরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মোংলা থানায় পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে রনি ও তার সহযোগীরা ওই নারী এবং তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। মামলার পরও মূল অভিযুক্ত রনিকে গ্রেপ্তার না করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসবাসকারী এক নারীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল রনি নামের এক যুবক। তিনি একই এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। নারীটির অভিযোগ, তিনি তার বাবার বাড়িতে বেড়াতে গেলে রনি গোপনে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করে।

অভিযুক্ত রনি
অভিযুক্ত রনি

২৮ জুন সকালে রনি সেই ভিডিও দেখিয়ে তাকে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা করে এবং যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বর দেয়। সম্পর্ক করতে রাজি না হলে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে।

নারীটি সম্মান রক্ষার্থে পিত্রালয়ে চলে যান এবং ঘটনাটি মা-বাবাকে জানান। এর কিছুদিন পর রনি ও তার সহযোগীরা নারী এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পরে তিনি থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে তা এজাহারভুক্ত করে।

এলাকাবাসীর অভিযোগ, রনি একজন দুর্বৃত্ত প্রকৃতির যুবক এবং তার বিরুদ্ধে আগেও এমন একাধিক অভিযোগ রয়েছে। তারা দ্রুত তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারীর গোসলের ভিডিও ধারণ করে অনৈতিক চাপ

সর্বশেষ আপডেট ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বাগেরহাট জেলার মোংলায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল এবং অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই (সোমবার) দুপুরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মোংলা থানায় পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে রনি ও তার সহযোগীরা ওই নারী এবং তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। মামলার পরও মূল অভিযুক্ত রনিকে গ্রেপ্তার না করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসবাসকারী এক নারীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল রনি নামের এক যুবক। তিনি একই এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। নারীটির অভিযোগ, তিনি তার বাবার বাড়িতে বেড়াতে গেলে রনি গোপনে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করে।

অভিযুক্ত রনি
অভিযুক্ত রনি

২৮ জুন সকালে রনি সেই ভিডিও দেখিয়ে তাকে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা করে এবং যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বর দেয়। সম্পর্ক করতে রাজি না হলে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে।

নারীটি সম্মান রক্ষার্থে পিত্রালয়ে চলে যান এবং ঘটনাটি মা-বাবাকে জানান। এর কিছুদিন পর রনি ও তার সহযোগীরা নারী এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পরে তিনি থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে তা এজাহারভুক্ত করে।

এলাকাবাসীর অভিযোগ, রনি একজন দুর্বৃত্ত প্রকৃতির যুবক এবং তার বিরুদ্ধে আগেও এমন একাধিক অভিযোগ রয়েছে। তারা দ্রুত তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।