বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, দেশের অগ্রগতির জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।
আরও পড়তে পারেন
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরামের আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাইমা রহমান বলেন, দেশের কল্যাণে কাজ করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত। “আজ এখানে সবাই একরকম নয়। আমাদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও আদর্শ ভিন্ন, তারপরও আমরা একসাথে বসে আলোচনা করছি। এই ভিন্নতার মধ্য দিয়েই একে অপরের কথা শোনা ও আলাপ করাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।”
তিনি আরও বলেন, তার প্রথম জনপরিসরে বক্তব্যে তিনি শিখতে ও দেশের জন্য কিছু করার মানসিকতা নিয়ে এগোতে এসেছেন।
নারীদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে পিছনে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন উল্লেখ করেন, নারীদের জন্য অর্থায়নে প্রবেশাধিকার বা ‘একসেস টু ফাইন্যান্স’ সবচেয়ে বড় বাধা, বিশেষ করে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে।
উদ্যোক্তা তামারা আবেদ বলেন, নারীদের শুধু জনসংখ্যার অংশ হিসেবে নয়, মানবসম্পদ হিসেবে মূল্যায়ন করতে হবে এবং তাদের লুকায়িত সম্ভাবনা সামনে নিয়ে আসা জরুরি।
































