শিরোনাম
নারাায়ণগঞ্জে বাসে আগুন
নিজস্ব প্রতিবদেক, নারায়ণগঞ্জ
- সর্বশেষ আপডেট ১১:১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 64
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে আল্লাহ ভরসা নামের বাসটিতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনকারী বাসটি থামিয়ে রেখে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলো। বাসের চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র তারেক আল মেহেদী।


































