শিরোনাম
নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে ভাঙচুরের পর বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
- সর্বশেষ আপডেট ০৭:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 121
নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোডের জেলা পরিষদের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাস ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়েছে।
ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন, বাসচালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখ (২৫)কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আহতদের মধ্যে অটোরিকশাচালকরা বর্তমানে খানপুর হাসপাতালে চিকিৎসাধীন।
পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। বিক্ষুব্ধ জনতা বাসচালক ও হেলপারকে মারধর করার পর পুলিশে হস্তান্তর করেছে।
চলাচল বিঘ্নিত হওয়ায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল।




































