নারায়ণগঞ্জে নাইটগার্ডকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
- সর্বশেষ আপডেট ০৭:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 167
নারায়ণগঞ্জের খানপুরের জোড়া টাংকি এলাকায় নাইটগার্ডকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিহত আবু হানিফ (৩০) পেশায় একজন নাইটগার্ড।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে হানিফকে তার বাড়ি থেকে কিছু লোক যৌন হেনস্তার অভিযোগে ঘর থেকে বের করে মাঠে নিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সোমবার দুপুরে হানিফকে তার বাড়ি থেকে কিছু মানুষ একটা বাচ্চা কে যৌন হেনস্তার দায়ে ঘর থেকে বের করে খানপুরের জোড়া টাংকি মাঠে নিয়ে নির্মমভাবে পেটানো শুরু করে। কিছুক্ষণ নির্মমভাবে পেটানোর পর তাকে অঙ্গান অবস্থায় রাস্তায় ফেলে চলে যায় হামলাকারীরা। এরপ স্থানীয়রা তাকে উদ্ধার নারায়নগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার জেরে পুলিশ ইতিমধ্যে তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে। তারা হলেন কুমিল্লার মুরাদনগরের সায়েস্তারা গ্রামের বাহার (৩৬) ও তার ভাই সাইদুল ইসলাম (২৫) এবং নারায়ণগঞ্জের মেট্রোহলের শফিকুর রহমানের ছেলে মুশফিকুর রহমান জিতু (২৯)।
নারায়ণগঞ্জ সদর মডেল পুলিশ স্টেশনের অসি মুহাম্মদ নাসির বলেছেন, ‘আমরা ভিডিও ফুটেজটি ভালোভাবে খতিয়ে দেখছি যাতে আমরা অপরাধিদের শনাক্ত করে আইনের আওয়ায় নিয়ে আসতে পারি এবং তদন্ত চলছে।’
হানিফের পরিবারের তথ্য অনুযায়ী, হানিফ বাগেরহাটের সরনখোলার বাসিন্দা। তার ছোটবোন রাবেয়া বলেন, ‘দুপুর ১২টার সময় কিছু এলাকার ছেলেরা এসে বাড়ি থেকে ভাইয়াকে জোড় করে নিয়ে যায়। পরে তারা এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগ আনে, কিন্তু এ ব্যাপারে আমাদের পরিবারের সাথে কোন কথা হয়নি, তাদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
































