নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ
- সর্বশেষ আপডেট ০১:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 97
নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটীর বিসিক শিল্পনগরীতে একটি ডাইং কারখানার গ্যাসলাইনে বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঘটেছে এই দুর্ঘটনা। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
দগ্ধরা হলেন— এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার শ্রমিক আলামিন, আজিজুল্লাহ, সেলিম মিয়া, জালাল, নাজমুল হুদা এবং নিরাপত্তা প্রহরী নুর মোহাম্মদ।
স্থানীয়রা জানিয়েছেন, সকালেই কারখানার নিচতলার বয়লার রুমে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সাড়ে আটটার দিকে ওই কক্ষে গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটে, যার ফলে আগুনে ৬ জন দগ্ধ হন এবং ছাদ ধসে পড়ে। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে সকলের অবস্থাই গুরুতর।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, কারখানার পক্ষ থেকে পুলিশকে এখনও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে একটি পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিস্তারিত তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।



































